হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে ভোট গণনাকালে আওয়ামী লীগ মনোনীত রোখসানা আক্তার শিখা ও বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় ব্যালট পেপারে আগুন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জলসুখা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর এই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জলসুখা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে বিকেলে গণনা শুরু হয়। সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রোখসানা আক্তার শিখা এবং বিদ্রোহী প্রার্থী ফয়েজ আহমেদ খেলুর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ব্যালট পেপারে আগুন ধরিয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বেশ কিছু বাড়িঘরও ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জলসুখা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল জব্বার বলেন, যেহেতু ব্যালট পেপার আগুনে পুড়ে গেছে তাই এই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ওই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিএ/১২ নভেম্বর