সিলেট৭১নিউজ ডেস্ক:: ব্যাংকের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর মধ্যে ২ জন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান মো. ফারুক হোসেন বলেন, বুধবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। যারা বিভিন্ন ব্যাংকের পরীক্ষার সময় প্রশ্নপত্র জালচক্রের সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- মো. খোকন, সোহেল রানা ও জাহিদ হোসেন। এর মধ্যে খোকন ও সোহেল জনতা ব্যাংকের একটি শাখায় সিনিয়র অফিসার হিসেবে কর্মরত আছেন। জাহিদ পরীক্ষার্থীদের জোগাড় করে দেওয়ার কাজ করতেন।
কর্মকর্তারা জানান, মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে প্রশ্নপত্র ফাস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩ জনের সংশ্লিষ্টতা বেরিয়ে আসে। এরপর তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সঙ্গে আরও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জড়িত থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এবিএ/১১ নভেম্বর