জগন্নাথপুর প্রতিনিধি;: সুনামগঞ্জের জগন্নাথপুরে সাড়ে ২০ গাঁজাসহ আলাল মিয়া (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব- ৯ একটিদল। বুধবার (১০ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আলাল মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ওয়েজখালী এলাকার ফিরোজ আলীর ছেলে।
মঙ্গলবার রাতে র্যাব ৯ উপজেলার রানীগঞ্জ বাজার থেকে আলাল মিয়াকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং একটি প্রাইভেট কার জব্দ করে র্যাব। উদ্বারকৃত গাঁজার বাজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
পরে সুনামগঞ্জ র্যাব ৯ এর পুলিশ পরিদর্শক আহাম্মদ আলী বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা করেন।
এদিকে, জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্ট ভুক্ত দুই আসামীকে গত মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার ইসলামপুর (আলখানার পাড়) এলাকার মৃত ছোয়াব উল্লার ছেলে আবু খালেদ (২৬) ও জগন্নাথপুর দিঘীরপাড় এলাকার মৃত আপ্তাব আলীর ছেলে সেলিম মিয়া (৩০)।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসামীদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।
এবিএ/১০ নভেম্বর