সিলেট৭১নিউজ ডেস্ক:: নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বিয়ে করেছেন। বিয়ের খবর জানিয়ে মালালা লেখেন, ‘আজকের দিনটি আমার জীবনে খুবই মূল্যবান। অ্যাসার ও আমি একে অপরের জীবনসঙ্গী হয়েছি। বার্মিংহামে আমাদের বাড়িতে ছোট পরিসরে পরিবারের সঙ্গে নিকাহ অনুষ্ঠান উদযাপন হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। একসঙ্গে এই যাত্রার শুরুতে আমরা সত্যিই খুব আনন্দিত।’
বিবিসির খবরে বলা হয়, পাকিস্তানি নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাই মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তা অ্যাসার মালিকের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। খবরটি নিজেই টুইট করে ও ইনস্টাগ্রামে বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে জানিয়েছেন মালালা। ২৪ বছর বয়সী মালালা বিয়েতে খুব সাধারণ একটি গোলাপি পোশাক পরেছিলেন। সঙ্গে সাধারণ গয়না। তার স্বামী অ্যাসার মালিক ম্যাচিং স্যুট-টাই পরেছিলেন। অ্যাসার মালিক পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাই পারফরম্যান্স সেন্টারের জেনারেল ম্যানেজার। ২০১২ সালে পাকিস্তানে তালেবান মালালা ইউসুফজাইকে মাথায় গুলি করার পর তিনি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট মিডল্যান্ডে আশ্রয় পান।
সে সময় মালালার বয়স ছিল ১৫ বছর। পাকিস্তানে নারীর শিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে তালেবানের রোষানলে পড়েন। দেশটির সোয়াত উপত্যকায় একটি বাসে থাকা অবস্থায় তাকে গুলি করে তালেবান। মাথায় গুলিবিদ্ধ হলেও অল্পের জন্য বেঁচে যান তিনি। এরপর থেকেই তিনি বার্মিংহামে আশ্রয় পান এবং সেটি তার দ্বিতীয় বসত হিসেবে পরিচিতি পায়। ১৭ বছর বয়সে ২০১৪ সালে তিনি সবচেয়ে কম বয়সী হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান। পরে মালালা পড়াশোনা করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।
বিএ/১০ নভেম্বর