দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেছেন, শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে। কারচুপির কোনো সুযোগ নেই। জোরপূর্বক ভোট দেওয়ার মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সেখানেই ভোট গণনা করা হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রত্যেক কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার, বিজিবি, র্যাব সদস্যরা নির্বাচনী মাঠে নিয়োজিত থাকবেন।
সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে উপজেলার ৯টি ইউনিয়নের ৪১ জন প্রার্থীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়ারাবাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল আহমেদ প্রমুখ।
এবিএ/০৮ নভেম্বর