শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১১-১২ বর্ষের মেধাবী শিক্ষার্থী ইমদাদুল হক মিলনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পলিটিক্যাল স্টাডিজ সোসাইটি (পিএসএস)।
সোমবার (৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডি বিল্ডিংয়ের ৩০২২ নম্বর কক্ষে এক শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইমদাদুল হক মিলন আমাদের বিশ্ববিদ্যালয়ের পিএসএস বিভাগের ২০১১-১২ বর্ষের শিক্ষার্থী। গতকাল তার মৃত্যুর খবর শুনে অত্যন্ত শোকাহত হয়েছি। শুনেছি আত্মহত্যা করেছে, যদিও বিষয়টা এখনো অস্পষ্ট। তার এই অকাল মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, অধ্যাপক ড. জহিরুল হক, সহযোগী অধ্যাপক ড. ফাহমিদা আক্তার, সহকারী অধ্যাপক মো. এমদাদুল হক ও সহকারী অধ্যাপক মোহাম্মদ ফাকরুছ ছালাম। এছাড়া পলিটিক্যাল স্টাডিজ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল রোববার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুনামগঞ্জের বাঁধনপাড়া থেকে ইমদাদুল হক মিলনের লাশ উদ্ধার করে পুলিশ। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাটিয়াইন গ্রামে। তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় (এনএসআই) কর্মরত ছিলেন।
এবিএ/০৮ নভেম্বর