সিলেট৭১নিউজ ডেস্ক: কিছুদিন পরপরই ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে প্রশাসনের ঢিলেমিতে আবার দোকানপাট সাজিয়ে ব্যস্ত হয়ে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। গত শুক্রবার সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে মাইকিং করা পর শনিবার সারাদিন অপেক্ষা করে থেমে থেমে ব্যবসা চালিয়ে যান দোকানদাররা।
আজ রোববার (৭ নভেম্বর) সকালে অভিযান হতে পারে, এ খবর পেলে তড়িঘড়ি করে দোকানদাররা মালামাল অন্যত্র সরিয়ে নিতে দেখা গেছে। কোনো কোনো দোকান ৫-৭ জন মিলে যৌথভাবে সরিয়ে মালিকানা জায়গায় নিচ্ছেন। তবে ছোট ছোট দোকানের টিনের ছালা খুলে ছাতা লাগিয়ে অনেকেই বেচাকেনা করছেন। সবকিছু মিলিয়ে অবৈধ স্থাপনা করে যারা ব্যবসা করে আসছেন তারা বিপাকে পড়ছেন। মহাসড়কের পাশে এসব দোকান থাকার কারণে ফুটপাত দিয়ে হাটাচলার সুযোগ মিলে না, ফলে ঘটে নানা দুর্ঘটনা।
এ বিষয়ে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিল মোহাম্মদ ফয়সাল বলেন, মহাসড়কের অলিপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমরা ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে চিঠি দিয়েছি ও মাইকিং করিয়েছি। এখন উপজেলা নির্বাহী কর্মকর্তা সময় নির্ধারণ করলেই যেকোনো সময় উচ্ছেদ অভিযান করা হবে।
বিএ/৭ নভেম্বর