দিরাই প্রতিনিধি:: ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে ৫০ তম সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে ও দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোহন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি প্রশান্ত সাগর দাস, পল্লী বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি সভাপতি কানু রঞ্জন দাস, মেঘনা বারঘর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক রূপচাঁদ চৌধুরী, তাজপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নজির হোসেন প্রমুখ।
এসময় উপজেলা সমবায় সহকারী কর্মকর্তা শিমুল খান, সমবায়ী ঝুটন সূত্রধর, লিলি বেগম, কৃষ্ণ সরকারসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি,সাধারণ সম্পাদক ও সমবায়ী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাউল সম্রাট শাহ আব্দুল করিম রচিত সমবায় নিয়ে লিখা একটি গান গেয়ে শুনান বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাবশিষ্য আব্দুর রহমান।
এবিএ/০৬ নভেম্বর