তাহিরপুর প্রতিনিধি: “সমবায় শক্ত,’ সমবায় মুক্তি’ বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায়, তাহিরপুর উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে, জাতীয় সমবায় দিবসটি পালিত হয়েছে।
শনিবার (০৬,নভেম্বর)দুপুরে উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ী সংগঠন ও প্রশাসনের কর্মকর্তারা উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্য্যালী বের করে, উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলার সমবায় কর্মকর্তা নাজমুল হক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম, নুরুল হক,উপজেলা সহকারী প্রোগ্রাম ইমরান হোসেন, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।
সভার শুরুতেই কুরআন হতে পাঠ করেন কলাগাও সমবায় সমিতির সভাপতি, গীতা হতে পাঠ করেন সঞ্জয় কুমার রায়।
এবিএ/০৬ নভেম্বর