স্টাফ রিপোর্ট:: সিলেটে হঠাৎ করেই গত কয়েকদিন ধরে শীত পড়তে শুরু করেছে। দিনে গরম থাকলেও সন্ধ্যা নামতেই শীত অনুভূত হতে শুরু করে এবং গভীর রাতে কনকনে শীত। সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়ার সঙ্গে কমতে থাকে তাপমাত্রা। আর সকালে ঘন কুয়াশায় ঢাকা থাকে প্রকৃতি।
নগরীর শাহী ঈদগাহ, টিলাগড়,বন্দর,আম্বরখানা, কাজীরবাজার, কানিশাইলে গত কয়েকদিন ধরে রাত ১২টা থেকে সকাল প্রায় ৭টা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলে গতকাল রাতে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঘন কুয়াশার চাঁদরে আবৃত থাকে প্রকৃতি ও জনপদ। দুপুরে সূর্যের তাপমাত্রা বেশি অনুভূত হয়। গতকাল দুপুর সাড়ে ১২টায় এ অঞ্চলে তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বিকেল থেকে রাত বাড়ার সঙ্গে হিমেল হাওয়া এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে কনকনে শীত।
এদিকে শীতের আমেজে ব্যাডমিন্টন খেলা প্রেমিকেরা খেলায় মত্ত হতে দেখা গেছে। ব্যাডমিন্টন খেলতে আসা অপু খান ও হিমেল বলেন, দিনে রোদের তাপ বেশ ভালোই থাকে। সন্ধ্যা হতেই বইতে শুরু করে ঠাণ্ডা হওয়া। সকালে দেখা যায় ঘন কুয়াশা। তাই এবছর আগে ভাগেই খেলা শুরু করেছি।
বিএ/৬ নভেম্বর