গোলাপগঞ্জ প্রতিনিধি::: মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গোলাপগঞ্জে সৃজনশীল ও গতিশীল সংবাদকর্মী গড়ে তোলার লক্ষ্যে এবং মফস্বল সাংবাদিকতায় প্রতিযোগিতা তৈরী করতে মাস সেরা প্রতিবেদক পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা সম্মেলন কক্ষে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি সভাপতি অজামিল চন্দ্র নাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম কবীর। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শীলা, গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমী স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, বরায়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজমল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন সাংবাদিকদের প্রণোধনা দেয়ার বিষয় নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে সাংবাদিকতায় গতিশীলতা বৃদ্ধি পাবে। তিনি বলেন সাংবাদিকদের মাধ্যমে সমাজের সব দিকগুলো ফুটে উঠে। সমস্যা ও সম্ভাবনামূলক সংবাদের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডগুলো তুলে ধরার আহবান জানান। তিনি বলেন এতে করে উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের দোরগড়ায় পৌছানো সহজ হবে।
অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য উপস্থাপন করেন। শুভেচ্ছ বক্তব্য দেন সমিতির যুগ্ম সম্পাদক জয় রায় হিমেল। পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে মাস সেরা প্রতিবেদকের হাতে পুরস্কারের চেক ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। উল্লেখ্য এর আগে গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২১ পর্যন্ত পত্রিকায় প্রকাশিত গোলাপগঞ্জের বিভিন্ন প্রতিবেদন যাচাই বাচাই করে দৈনিক আজকের পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি সাকিব আল মামুনকে অক্টোবর মাসের সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত করেন বিচারকবৃন্দ।