কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও যুবলীগ নেতা নাজমুল হাসানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি বাবর মিয়াসহ চার জনকে আটক করেছে (র্যাব)।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ২ টায় রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এরআগে বুধবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও সিলেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ.ন.ম ইমরান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে, পরিবারের দাবি নাজমুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যার ঘটনায় ১১ জনকে আসামি করে যুবলীগ নেতা নাজমুলের পরিবার কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
উল্লেখ্য- রোববার (৩১ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাটে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাইক্রোবাস নিয়ে এসে দুর্বৃত্তরা নাজমুলকে কুপিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যার দিকে মারা যান নাজমুল। মৃত্যুর আগে আহত অবস্থায় ফেসবুক লাইভে এসে নাজমুল নিজেই হামলাকারীদের নাম প্রকাশ করেছেন। নিহতের পরিবারের পক্ষ হতে ১৩ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এবিএ/০৮