সিলেট৭১নিউজ ডেস্ক:: গ্লাসগোয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার মধ্যে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি: পিআইডি
গ্লাসগোয় জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার মধ্যে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস। ছবি: পিআইডি
গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস।
সোমবার সম্মেলনস্থলে শেখ হাসিনার সঙ্গে বিল গেটসের বৈঠকের ছবি পিআইডি প্রকাশ করেছে।
তবে বৈঠকের তারা কী নিয়ে আলোচনা করেছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
এদিন মূল সম্মেলনে ভাষণে প্রধানমন্ত্রী প্যারিস সম্মেলনের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তার আলোকে কার্বন নির্গমন কমিয়ে আনার জাতীয় মাত্রা নির্ধারণের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি উন্নত দেশগুলোর সমর্থন ও সহায়তা প্রয়োজন।’
‘অ্যাকশন অ্যান্ড সলিডারিটি-দ্য ক্রিটিক্যাল ডিকেইড’ বিষয়ক বিশ্বনেতাদের এক বৈঠকে অংশ নিয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাইয়ের নেওয়ার যে প্রচেষ্টা, তা সফল না হওয়ার জন্য অর্থায়ন ও রাজনৈতিক সদিচ্ছার অভাবই দায়ী।
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জোট সিভিএফের চেয়ারপারসন শেখ হাসিনা স্বল্প খরচে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তার প্রয়োজনীয়তার বৈঠকে তুলে ধরেন।
এবিএ/০৭