বড়লেখা প্রতিনিধি::আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০টি ইউনিয়নে (ইউপি) চেয়ারম্যান পদে ২৯ জন, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ৩৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এসব প্রার্থীরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এরমধ্যে দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী মনোনয়পত্র জমা দিয়েছেন। তাদেরমধ্যে ৪ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে বর্ণি ইউনিয়নে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন (বিএনপি), স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুহিত (বিদ্রোহী আওয়ামী লীগ)। দাসেরবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মাহতাব উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী বিমান কান্তি দাস ও কয়েছ আহমদ। নিজবাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ময়নুল হক, স্বতন্ত্র প্রার্থী আলাল উদ্দিন (বিএনপি) ও স্বতন্ত্র প্রার্থী মো. আবু সাহেদ। উত্তর শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রফিক উদ্দিন আহমদ, স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র প্রার্থী মো. মুমিনুর রহমান টনি (বিদ্রোহী আওয়ামী লীগ)। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাহিদ আহমদ বাবলু, স্বতন্ত্র প্রার্থী আব্দুল কুদ্দুস স্বপন (বিএনপি)। বড়লেখা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তিনি হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজ উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ)। তালিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান (বিদ্রোহী আওয়ামী লীগ) ও স্বতন্ত্র প্রার্থী সুনাম উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ)। দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনাম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মো. নজরুল ইসলাম (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল ফুলু (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী আশরাফ হোসেন (বিদ্রোহী আওয়ামী লীগ), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক, স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল হক (বিএনপি), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মানিক, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জবরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোশাহিদ আহমদ (বিদ্রোহী আওয়ামী লীগ)। সুজানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ও ফখরুল ইসলাম। দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন- স্বতন্ত্র প্রার্থী আজির উদ্দিন (বিদ্রোহী আওয়ামী লীগ)।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর বড়লেখার ১০ ইউনিয়নের ভোট হবে।এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।
বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান সোমবার রাতে বলেন, ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে সোমবার পর্যন্ত ২৯ জন, সাধারণ ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৩৯৯ জন প্রার্থী শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, প্রত্যককে লিফলেট দিয়ে আচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। তারা যথাসম্ভব মেনে চলছেন। দুই একজন হয়তো আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমাদের ম্যাজিস্ট্রেট অতি শীঘ্রই নিয়োগ দেওয়া হবে। তখন তারা কঠোরভাবে পদক্ষেপ নেবেন।