জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর মডেল সরকারি প্রাইমারি স্কুলে এর উদ্বোধন করা হয়।
জগন্নাথপুর বালিকা উচ্চ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মধু সুধন ধর, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মুখলেছুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মো. আকবর আলী, জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত ছায়েদ আলী, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুবী রায়।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাদিয়া বেগম, শান্তা দাস প্রমুখ।
প্রসঙ্গত, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবার (৩০ অক্টোবর) থেকে আগামী শুক্রবার (৫ নভেম্বর) একযোগে পালিত হচ্ছে ২৫তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম।
দেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫ থেকে ১১ বছর বয়সী সব শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১২ থেকে ১৬ বছর বয়সী সব শিশুকে ১ ডোজ কৃমিনাশক ওষুধ (মেবেন্ডাজল ৫০০ মিগ্রা) ভরাপেটে সেবন করানো হবে।
এবিএ/১৯