শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’র উদ্যোগে ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানা যায়, সিলেট সিটি কর্পোরেশনের দ্বারা পরিচালিত বিদ্যালয় হচ্ছে ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের কর্মজীবী শিক্ষার্থীদের নিয়মিতভাবে পাঠদান করে থাকে শাবিপ্রবির স্বপ্নোত্থানের স্বেচ্ছাসেবীরা। এর পাশাপাশি কর্মমুখী শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম করে থাকে স্বপ্নোত্থান। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৯ অক্টোবর) ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ২০২১’ এর আয়োজন করেন সংগঠনটি। এতে সহযোগিতা করেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রক্তদান বিষয়ক সংগঠন ‘সন্ধানী’।
স্বপ্নোত্থানের সাধারণ সম্পাদক বিবেক রায় জানান, ‘ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় আমাদের স্বপ্নোত্থান পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আমরা এই বিদ্যালয়ের বাচ্চাদের জন্য শিক্ষা কার্যক্রম এর পাশাপাশি নিয়মিত বিভিন্নরকম সচেতনতামূলক কার্যক্রম করে থাকি। এরই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন। সন্ধানীকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে পাশে থেকে আমাদের এই আয়োজনকে সফল করার জন্য।’
এবিএ/১৫