সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় টাকা ও একটি মোটরসাইকেলসহ এক হুন্ডি কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের জামাল মিয়ার ছেলে শরীফ (৩৮)।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) মিডিয়া সেল জানায়, শুক্রবার সকাল ৮টায় উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বিওপির একটি বিশেষ টহল দল বীরেন্দ্রনগর এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে তিন লাখ ভারতীয় রুপি, ১টি মোটরসাইকেল ও তিনটি সিমকার্ডসহ একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক মালামালের সিজার মূল্য চার লাখ ৪৪ হাজার ৩০০ টাকা।
সুনামগঞ্জ ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তসলিম এহসান ভারতীয় রুপিসহ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এবিএ/১১