শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলে উঠতে করোনাভাইরাস প্রতিরোধক টিকার প্রমাণপত্র ও হলের আইডি কার্ড দেখাতে হবে।
সোমবার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলসমূহ খুলছে।
ওইদিন থেকে হলে উঠতে শিক্ষার্থীদেরকে অবশ্যই অন্তত একটি টিকা প্রদানের প্রমাণপত্র ও হলের আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে, অন্যথায় হলে উঠতে পারবে না শিক্ষার্থীরা।
এ নির্দেশনা সকল আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য বলে জানিয়েছেন হল কতৃপক্ষ। রোববার (২৪ অক্টোবর) রাতে আবাসিক হলগুলোর প্রভোস্টবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
টিকার প্রমাণপত্র ও হল আইডি কার্ড সাথে নিয়ে আসা প্রসঙ্গে শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ছাত্রদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধিসহ সকল নিয়ম মেনে হলে উঠতে হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত মোতাবেক অবশ্যই টিকা নেওয়ার প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। অন্যথায় হলে উঠতে পারবে না শিক্ষার্থীরা।
প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন বলেন, শিক্ষার্থীদেরকে হলে উঠার সময় টিকার নেওয়ার প্রমাণপত্র অবশ্যই দেখাতে হবে। তবে লেডিস হলে শিক্ষার্থীদের হল আইডি থাকে না বলে তা দেখানো লাগবে না বলেও জানান তিনি।
এমনই সকল আবাসিক হলেই শিক্ষার্থীদেরকে উঠতে হলে অবশ্যই টিকার কার্ড দেখাতে হবে। অন্যথায় উক্ত শিক্ষার্থী হলে উঠতে পারবে না বলে জানিয়েছেন হল প্রভোস্টবৃন্দ।
উল্লেখ্য, আগামীকাল ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে আবাসিক হলে উঠতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদেরকে হলে উঠার সময় বরণ করে নেওয়া হবে। প্রথম দিন মাস্টার্স ও অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে, এর পরবর্তী দিন থেকে বাকী ব্যাচের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে বলে জানা যায়।
এবিএ/১১