স্টাফ রিপোর্টার::সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে আলোচনা ও সমালোচনা চলেছে টানা কয়েকদিন।
তবে এরই মধ্যে ছাত্রলীগের দুই ইউনিটের নবনির্বাচিত নেতৃবৃন্দ এসব কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। তারা এখন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে রাজপথেই আছেন। সক্রিয় দল শক্তিশালী করার কাজেও।
কুমিল্লাকাণ্ডের জেরে সারাদেশে চলা সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে রাজপথ কাঁপানোর পর এখন তারা অন্যান্য কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যস্ত সময় পার করছেন।
তাছাড়া প্রতিদিনই প্রচুর ভক্ত অনুরাগীর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তারা ।
বুধবার ( ২০ অক্টোবর ) সিলেট জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাহেল সিরাজের বাসায় নেতাকর্মীদের ঢল নামে।
কমিটি আত্মপ্রকাশের পর থেকেই প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানাতে নগরীর আম্বরখানা বড়বাজারস্থ তার বাসায় ভিড় জমান।
এসময় তারা তার পাশে থাকার প্রতিশ্রুতিও ব্যক্ত করছেন।
জবাবে রাহেল সিরাজও নীতি নৈতিকতার মধ্যদিয়ে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, আওয়ামী পরিবারের সন্তান রাহেল সিরাজ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তার ভাই রুমেল সিরাজ গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।