সিলেট৭১নিউজ ডেস্ক: বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ) পরিচালনা পরিষদ নির্বাচনে (২০২১-২০২৩) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৬ জন পরিচালক।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিজিএপিএমইএ’ এর পক্ষ থেকে এ তথ্য জানায়।
বিজিএপিএমইএ- জানায়, সংগঠনটির সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ২ বছর মেয়াদী ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের বিধান রয়েছে। এতদিন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমেই প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছিল। সরাসরি নির্বাচনের প্রয়োজন পড়েনি।
সংগঠনটি আরও জানায়, এ বছর ঢাকায় ১৬ জন পরিচালক পদের বিপরীতে ৪২ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। এর মধ্যে ক্রটিগত কারণে দু’টি ফরম বাতিল হয়। শেষ পর্যন্ত বাকি ৪০ জনের মধ্যে আলোচনার মাধ্যমে ১৬ জনকে পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়।
নির্বাচিত ১৬ জন পরিচালক হলেন_
বিসমিল্লাহ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মোজাহারুল হক শহিদ
আদজি ট্রিমসের শাহরিয়ার আহমেদ
টোয়াইস পলি ব্যাগ থ্রেড ইন্ডাস্ট্রিজের সালেহ আহমেদ বাবু
সেনজেন মেটাল লিমিটেডের ওমর ফারুক
ইউনিয়ন লেভেলের মো. মনিরুজ্জাম মোল্লা
সানস প্যাকেজিংয়ের একেএম মোস্তফা সেলিম
ক্লাসিক কার্টন লিমিটেডের মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতি
গোল্ডেন ক্রাউন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের হাসানুল করিম তমিজ
শিমুলিয়া ফ্যাশন ওয়্যারের খান নজরুল ইসলাম হান্নান
এসএনডি স্কয়ার ইন্টারন্যাশনালের মো. সাইফুল ইসলাম সবুজ
নিক্সন বক্স ইন্ড্রাস্ট্রিজের মো. সুলতানুল ইসলাম তারেক
সেলিনা অ্যাকসেসরিজ লিমিটেডের মো. রফিকুল ইসলাম চৌধুরী
আর এসএস থ্রেডের মো. আবদুন নুর
এ জেড ট্রিম লিমিটেডের মো. আতিকুর রহমান
প্যারামাউন্ড অ্যাকসেসরিজ লিমিটেডের মনির উদ্দিন আহমেদ
হৃদয় রিফাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জহির উদ্দিন আলমগীর
এবিএ/০৯