জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র ৫৭তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে শেখ রাসেল দিবস এর কেন্দ্রীয় মূল অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক লাল দাস। এর পূর্বে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, মসজিদ মন্দিরে বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণীসহ দিনভর বিভিন্ন কর্মসুচী পালিত হয়।
এবিএ/০৪