এতদিন শুধু পেশাদার সৌন্দর্যবিশারদেরাই ব্যবহার করতেন বিউটি টুলস। কিন্তু আজ আমাদের অনেকেই দৈনন্দিন রূপচর্চা করার সময় নানাধরনের বিউটি টুলস প্রয়োগ করছি। যদিও কিছু হাতেগোনা সরঞ্জাম এখনও ত্বক বিশেষজ্ঞদের জন্যই বরাদ্দ, তবে বেশ কিছু বিউটি টুলস রয়েছে যা ব্যবহার করা সহজ, কোনও জটিলতা নেই, পাওয়াও যায় সহজে। এ সব টুলস আমাদের নিত্যব্যবহার্য সরঞ্জামের মধ্যে জায়গা করে নিয়েছে। ইনস্টাগ্রামে নিশ্চয়ই এতদিনে ফেস রোলার আর গুয়া শা স্টোনের মতো কিছু চমকদার অ্যাপ্লায়েন্স চোখে পড়েছে আপনার? কীভাবে ব্যবহার করবেন ভাবছেন?
তা হলে এই লেখা শুধু আপনার জন্য। রইল বাড়িতে ব্যবহার করা যায় এমন কিছু বিউটি টুলসের হদিশ। রোজকার ত্বক পরিচর্যার রুটিনে ঢুকিয়ে নিন এ সব টুলস। বাড়িতেই তা হলে পেয়ে যাবেন স্পায়ের মতো ট্রিটমেন্ট আর সঙ্গী হবে সুস্থ, ফুটফুটে জেল্লাদার ত্বক!
01. ফেস রোলার
02. গুয়া শা
03. পিউমিস স্টোন
01. ফেস রোলার
01. ফেস রোলার
ফেসিয়াল স্কিনকেয়ারের জন্য যে সব যন্ত্র প্রচলিত, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ফেস রোলার। উন্নত রক্ত সংবহন, মুখের ত্বক টানটান রাখা, ফোলাভাব কমানোর মতো নানা কাজে ফেস রোলার ব্যবহার করা হয়। ফেস রোলারে একটি ক্রিস্টাল থাকে, সাধারণত জেড অথবা রোজ কোয়ার্টজ ক্রিস্টাল। মুখে মাসাজ করতে ব্যবহার করা হয় ফেস রোলার, সেই সঙ্গে মনমেজাজ ভালো করতেও এর উপযোগিতা আছে। সবচেয়ে ভালো ফল পেতে প্রথমে মুখে ল্যাকমে অ্যাবসলিউট পারফেক্ট র্যাডিয়্যান্স হোয়াইটনিং সিরাম/Lakme Absolute Perfect Radiance Whitening Serum-এর মতো একটা স্কিনকেয়ার সিরাম লাগিয়ে নিন। তাতে ত্বক ভেজা থাকবে, জ্বালাভাব হবে না, আর ত্বক হয়ে উঠবে ঝকঝকে উজ্জ্বল।
02. গুয়া শা
02. গুয়া শা
আজকাল সেলিব্রিটিরা গুয়া শা বলতে অজ্ঞান। কিন্তু এই যন্ত্রটির একটি ইতিহাসও রয়েছে। নতুন করে আধুনিক হয়ে ওঠার আগে বহু বছর ধরে প্রাচীন চিনা চিকিৎসাশাস্ত্রের গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল এই যন্ত্রটি। এটি বিয়ান, জেড বা রোজ কোয়ার্টজের মতো পাথর দিয়ে তৈরি। স্বাভাবিক ফেস লিফট চাইলে ব্যবহার করুন গুয়া শা। রক্ত সংবহন উন্নত করা, কোলাজেনের পরিমাণ বাড়িয়ে তোলা, লসিকা গ্রন্থি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উজ্জীবিত করে তোলার মতো একগুচ্ছ কাজ করে এই যন্ত্রটি। মুখে বা শরীরের যে কোনও অংশে গুয়া শা ব্যবহার করতে পারেন। শরীরের কোথাও ব্যথা হলে, পেশি শক্ত হয়ে থাকলে গুয়া শা তার অব্যর্থ ওষুধ। মাসাজে সুবিধের জন্য তেল ব্যবহার করতে পারেন। ল্যাকমে অ্যাবসলিউট আর্গান অয়েল র্যাডিয়্যান্স ওভারনাইট অয়েল-ইন-সিরাম/Lakme Absolute Argan Oil Radiance Overnight Oil-in-Serum ব্যবহার করলে আর্গান অয়েলের উপকারিতাটা বাড়তি পাবেন।
03. পিউমিস স্টোন
03. পিউমিস স্টোন
পিউমিস স্টোন বা ঝামা পাথর অনেকেরই খুব পছন্দের। দীর্ঘকাল ধরে মুখ আর বাকি শরীর, দু’ জায়গাতেই পিউমিস স্টোনের ব্যবহার হয়ে আসছে। লাভা আর জল একসঙ্গে মিশে তৈরি হয় এই পাথর। হালকা অথচ খসখসে হওয়ার কারণে শুকনো মৃত চামড়া তুলে ফেলতে দারুণ কাজে লাগে এই পাথর। হাতে বা পায়ে কোথাও কড়া পড়লে তা নরম করতে ব্যবহার করা হয় ঝামা, তাতে ঘষা কম লাগে, ব্যথাও কমে যায়। ব্যবহার করার সময় সবচেয়ে ভালো ফল পেতে পাথরটা জলে ভিজিয়ে নিন, তারপর নির্দিষ্ট অংশে ছোট ছোট স্ট্রোকে চক্রাকারে মাসাজ করুন। সপ্তাহে একদিন করলেই দেখবেন কেমন জৌলুস ফিরছে ত্বকে!