তাহের আহমদ:: নির্বাচন কমিশন (ইসি)এর ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ।ধাপে ধাপে সরকার দলীয় নৈাকার প্রতীক দিচ্ছে আওয়ামীলীগ।মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজ ইউনিয়ন নির্বাচনে কে হচ্ছেন ‘নৌকার’ মাঝি। এ নিয়ে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা বর্তমানে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
দৌড়ঝাঁপে ব্যস্ত সময় পার করছেন যারা তাদের মধ্যে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন ,সাবেক চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু ।
২০১১ সালের ইউপি নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বাবলু।
পরবর্তী ৩১ মার্চ ২০১৬ সালের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের দলিয় মনোনয়ন ( নৌকা ) মার্কা পেলেও স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিনের কাছে পরাজিত হন তিনি। নির্বাচিত হন বর্তমান চেয়ারম্যন শাহাব উদ্দিন।
নৈাকার মাঝি” হতে মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন নতুন এক মুখ উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ফয়সল আহমদ।
তবে নৌকা প্রতীক কে পাচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। দলের হাইকমান্ড থেকে শুরু করে শীর্ষ নেতাদের কাছে নিয়মিত চালিয়ে যাচ্ছে দেন দরবার। নৌকার টিকেট নিজের পক্ষে ভাগিয়ে আনতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
এদিকে, সরকারী দলের তিন প্রার্থী মাঠে কাজ করায় কে পাচ্ছে আওয়ামী লীগের মনোনয়ন, তা নিয়ে ভোটার ও দলীয় নেতাকর্মীরা গোলক ধাঁধায় রয়েছেন। বর্তমান চেয়ারম্যান নাকি সাবেক চেয়ারম্যান নাকি নতুন কোন প্রার্থী নৌকায় ভর করছেন, তা দেখার অপেক্ষায় উদগ্রীব হাজার হাজার ভোটার ও নেতাকর্মীরা।
সিলেট৭১নিউজ/টিআর