দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও নবগঠিত সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের কমিটিকে স্বাগত জানিয়ে ১৯ সেপ্টেম্বর রবিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকদল, ২৫,২৬, ২৭নং ওয়ার্ড এবং বর্ধিতাংশের যৌথ উদ্যোগে এক মিছিল দক্ষিণ সুরমা টেকনিক্যাল রোড থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে রেলগেইট পয়েন্টে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাতা যুগ্ম আহবায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাকালিন সিনিয়র সদস্য হোসেন আহমদ রুহুলের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাকালিন সদস্য ও ২৫নং ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাসান মাহমুদ মাসুম, প্রতিষ্ঠাকালিন সদস্য ও মোগলাবাজারের স্বেচ্ছাসেবকদলের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম লুকুছ, সাদেক আহমদ, দুলাল আহমদ, ২৬নং ওয়ার্ডের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম উজ্জল, ২৫নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, প্রতিষ্ঠাকালিন সদস্য জয়নাল আহমদ, নিজাম উদ্দিন, নুরুল আমীন, সাহেদ আহমদ, আলী হোসেন, দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম শরীফ, ২৭নং ওয়ার্ডের সাবেক যুগ্ম আহবায়ক নোমান আহমদ, উপজেলা শাখার সাবেক সদস্য আবুল কালাম, এমদাদ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদ, আল আমিন, রায়হান আহমদ, জিসান আহমদ, ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, মৌরশ, তারেক রহমান, মনোয়ার আহমদ, ইমন মিয়া, খায়রুল ইসলাম, বদরুল ইসলাম, আনোয়ার হোসেন, হাসান আহমদ, জুবেল আহমদ, মারুফ আহমদ, সাজলু আহমদ সহ কয়েকশতাধিক নেতৃবৃন্দ।
সভায় বক্তরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকাবস্থায় বর্তমান সরকার তার স্থায়ী জামিন নিয়ে লুকোচুরি করছে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা থেকে স্থায়ী জামিন না দিলে দেশের জনগণের ধৈর্য্যের বাধ ভেঙ্গে যাবে। যদি দেশের জনগনের ধৈর্য্যের বাধ ভেঙ্গে যায়, তাহলে বর্তমান সরকার পালালোর পথ খোজে পাবে না। সবাই আগামীর আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।