আফগানিস্তানের রাজধানী কাবুলে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে। মঙ্গলবার (২৪ আগস্ট) ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছেন। রাষিয়ান সংবাদ সংস্থা তাস জানায়, আফগানিস্তানে ইউক্রেনের বিমানটি দেশটির নাগরিকদের উদ্ধার করতে যায়। পরে সেটি অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ছিনতাই করে ইরানে নিয়ে যায়।
ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন বলেন, ‘গত রোববার অজ্ঞাতপরিচয় কিছু লোক আমাদের বিমানটি ছিনতাই করে। মঙ্গলবার সেটি পুরোপুরি আমাদের হাতছাড়া হয়ে যায়। এরপর সেটি ইউক্রেনের যাত্রীদের বাদ দিয়ে অন্য যাত্রীদের নিয়ে ইরানে পৌঁছেছে। আমাদের পরের তিনটি উদ্ধার প্রচেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। আমাদের লোকজন এখন বিমানবন্দরে প্রবেশ করতেই পারছেন না।’ তার দাবি, অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিরা বিমানটি ছিনতাই করেছে।
রোববার একটি সেনাবাহিনীর বিমান ৩১ ইউক্রেনিয়ানসহ ৮৩ জনকে নিয়ে আফগানিস্তানের কাবুল থেকে কিয়েভে পৌঁছে। ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, সেখানে ১২ জন সামরিক সদস্য আসেন। যদিও সাংবাদিক ও অন্য কিছু লোকদের অনুরোধের ফলে তাদেরও নিয়ে আসা হয়েছে। পররাষ্ট্র কার্যালয় জানায়, এখনও শতাধিক ইউক্রেনিয়ান কাবুলে দেশে ফেরতের জন্য অপেক্ষা করছেন।