সিলেট৭১নিউজ ডেস্ক:বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দুর্যোগে মৌলভীবাজার-১ নির্বাচনী এলাকার জুড়ী-বড়লেখা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য এস এম জাকির হোসাইন-এর সৌজন্যে প্রদত্ত বিনামূল্যের অক্সিজেন সেবা কার্যক্রমে আরো ২০টি সিলিন্ডার যুক্ত হয়েছে।
বুধবার দুপুরে জুড়ী ভবানীগঞ্জ বাজারস্থ অক্সিজেন সেবা সেন্টারে ১০টি ও বড়লেখায় ১০টি সিলিন্ডার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটির সদস্য এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রিয় সদস্য সাইফুল ইসলাম ছফু, সাবেক কেন্দ্রিয় সদস্য ও আমার কুলাউড়া সম্পাদক জীবন রহমান, জুড়ী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস, বড়লেখা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপন, সমাজকর্মী আল আমিন তালুকদার, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, সহ-সম্পাদক ইকবাল খান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হুমায়ূন রশীদ রাজী, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সামছু, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাপন দাস, সাবেক সভাপতি এ আর সাজেদ প্রমুখ।
এর পূর্বে গত ২৩ মে জুড়ী উপজেলায় ৮টি ও বড়লেখা উপজেলায় ৯টি সিলিন্ডারের মাধ্যমে প্রথমবারের মত অসহায় মানুষের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম চালু করেছিলেন এস এম জাকির হোসাইন। এ পর্যন্ত জুড়ী-বড়লেখায় ১৫০ জনকে ফ্রি অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে