সিলেট৭১নিউজ ডেস্ক:: দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে সম্মুখসারির যোদ্ধা হিসেবে মাঠে কাজ করছে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় নিয়োজিত এ বাহিনীর সদস্যরা করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ১০২ সদস্য।
পুলিশ সদর দফতর থেকে এসব তথ্য পাওয়া গেছে।
পুলিশ সদর দফতরের তথ্যানুযায়ী, ২০২০ সালের এপ্রিলে প্রথম পুলিশ বাহিনীতে সংক্রমণ ধরা পড়ে। গত বৃহস্পতিবার পর্যন্ত এ বাহিনীর ২৩ হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রয়েছেন ৩ হাজার ৬০৭ জন। এরপর আছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন র্যাবের ২ হাজার ৯৫৭ জন সদস্য।
পুলিশ সদর দফতর আরো জানায়, এ পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে ২১ হাজার ৮৩১ জন সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১ হাজার ৩৭৮ জন পুলিশ সদস্য। এরমধ্যে দুজন বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল শুক্রবার দুপুরের মধ্যে মারা গেছেন। এ নিয়ে মোট ১০২ পুলিশ সদস্য মারা গেলেন। এর মধ্যে ১ জন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা, দুজন অতিরিক্ত পুলিশ সুপার, ১৩ জন পরিদর্শক, ১৬ জন উপপরিদর্শক (এসআই), আটজন সহকারী উপপরিদর্শক (এএসআই), এক জন নায়েক, ৫২ জন কনস্টেবল, তিনজন সাধারণ কর্মচারী (সিভিল স্টাফ) ও ছয়জন র্যাব সদস্য।
২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। এ ভাইরাসের প্রকোপে ক্ষতিগ্রস্ত হয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ।
সুত্র ::ডেইলি বাংলাদেশ