একজন ৮২ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ ও দেশের প্রতিষ্ঠিত একজন শিল্পপতি তথা অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ উন্নয়ন সমৃদ্ধির জীবন্ত কিংবদন্তি আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর জীবনের অন্তিম সময়টাতে এলাকার মাটি ও মানুষের কল্যাণে নিজেকে সঁপে দিতে সংকল্পবদ্ধ হয়েছেন; আর এজন্য তিনি আসন্ন উপনির্বাচনে সংসদ সদস্য হিসেবে তাঁকে আরেকটাবার নির্বাচিত করে জীবনের শেষ নির্বাচনে শেষবারের মতো জনগণের খেদমত করার সুযোগ দেয়ার জন্য নির্বাচনী এলাকার ভোটাদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
৫ জুলাই সোমবার শফি চৌধুরীর মোটরগাড়ি (কার) মার্কার সমর্থনে দক্ষিণ সুরমার সিলামের অন্তর্গত সিলাম ইউনিয়ন অফিস ভোট কেন্দ্র ও খড়ারিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রের পৃথক সেন্টার কমিটি গঠন,এজেন্টশীপ প্রস্তুতি ও গণসংযোগকালে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা উপরোক্ত কথাগুলো বলেন।
নেতৃবৃন্দ শফি আহমদ চৌধুরীর বিগত দিনের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এবং বয়স বিবেচনায় নিয়ে মাত্র ২ বছর সময়ের এই উপনির্বাচনে তাঁকে নির্বাচিত করার জন্য আবেদন জানিয়ে সকলের কাছে শফি চৌধুরীর সালাম পৌঁছে দেন এবং আগামী ২৮ জুলাই তারিখের নির্বাচনে মোটর গাড়ি (কার) মার্কার বিজয় নিশ্চিতে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আলহাজ্ব শফি আহমদ চৌধুরীর প্রধান নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সিলাম ইউনিয়ন সমন্বয়ক মাস্টার আবুল হোসেন, দলিল লেখক আজিজুর রহমান মনোয়ার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন মুরুব্বী মাহবুব আহমদ চৌধুরী, আহমদ আলী, আজমত আলী, আখলিমা আক্তার,রুমেল আহমদ, রাফিদ আহসান আকছার, জমির আলী, ফরহাদ আহমদ,খালেদ আহমদ, মুজাহিদ খাঁন, রুকিয়া বেগম, ফেরদৌস চৌধুরী প্রমূখ।