দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমার বলদীতে জামায়াত নেতা মো: আলম আহমদের বাড়িতে হামলার প্রতিবাদে গতকাল ২৭ জুন তেতলী ইউনিয়নবাসীর উদ্যোগে দক্ষিণ সুরমার তেলীবাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জামায়াত নেতা মাওলানা আশরাফ আলী’র সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াত নেতা ফারুক আহমদ, আবুল হাসনত, জামায়াত নেতা আহাদ মিয়া, সেলিম আহমদ, ইমন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, মো: আলম আহমদ দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমান সরকারের মদদপুষ্ট আওয়ামী ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে এই হামলা চালায়। দেশে আইনের শাসন নেই, জামায়াত ইসলামকে ধ্বংস করে দিতে হামলা, গুম সহ নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা মোঃ আলম আহমদের বাড়িতে হামলা ভাংচুর সহ পরিবারের সদস্যদের উপর নির্যাতন করে প্রমাণ করেছে এদেশে কেউ নিরাপদ নয়।
মোঃ আলম আহমদের পিতা মোঃ আলকাছ আলী জানান, গত ২৫ জুন রাত আটটার সময় সন্ত্রাসীরা তার বাড়ীতে হামলা চালায়। সন্ত্রাসীরা তার ছেলে মোঃ আলম আহমদকে হত্যা করার উদ্দেশ্যে হন্য হয়ে খুঁজছে। প্রশাসন নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের দাপটে এলাকাবাসী আজ অসহায়।
বক্তারা উক্ত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলাকারী সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নয়তো তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি উচ্চারন করে বলেন, এদেশ কারো একা নয়। সবার অধিকার রয়েছে। খুব দ্রুত সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে তারা প্রশাসনের প্রতি জোর দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ ।