সিলেট জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা বলেছেন, সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিয়েছেন তিনি সঠিক ব্যক্তিকে দিয়েছেন। হাবিব তরুণ মানুষ। তিনি কথায় ও কাজে প্রতিশ্রুশীল। এখানে হাবিব মুখ্যবিষয় নয়,মুখ্যবিষয় হচ্ছে নৌকা প্রতীক। মুখ্য হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নৌকা প্রতীককে বিজয়ী করে এই আসনটি প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে উপহার দিতে চাই তিনি ২৩ জুন বুধবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের খালপাডস্ত খাদির মিয়া’র বাড়িতে মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী ইউনিয়ন আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য কালে উপরোক্ত কথা বলেন মোল্লারগাঁওইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুমিন হোসেন’র সভাপতিত্বে ও জবলুর ইসলাম জগলু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুর রহমান হাবিব ।
বিশেষ অতিথির বক্তব্য কালে হাবিবুর রহমান হাবিব বলেন, আপনারা সুযোগ করে দিলে আমি প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিলেট-৩ আসনের প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে করব। শ্রম,মেথা দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে,আগামীতে এই বিজয় হবে।আপনাদের ভালবাসায় আজ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিন,আমি আপনাদের সন্তান, বিশ্বাস ও আস্থা রেখে আপনার নৌকার বিজয় করতে হবে,সকল ভেদাভেদ ভুলে আপনারা নৌকা বিজয় করতে হবে, দক্ষিণ সুরমা একটি মডেল ইউনিয়ন হবে,আমি বিজয়ে হলে,আপনারা জিতবে,তরুণদের নৌকার ভোট চাওয়া আহবান জানান, এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সদস্য এপিপি এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুস সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক কফিল আহমদ চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীগের উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুক উদ্দিন,এমসি কলেজ ছাএলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য সমাজ কল্যাণ সমিতি ইউকে’র সভাপতি সেলিম আহমদ, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাএলীগের সাবেক সভাপতি অরুণ দেব নাথ সাগর,জেলা সেচ্ছাসেবকলীগ নেতা ডাঃ রকিবুল হাসান জুয়েল,উপজেলা ছাএলীগের সহসভাপতি সুহেল আহমদ, উপস্থিত ছিলেন সিলেট জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জায়েদ আলী, যুবলীগনেতা নূরুল ইসলাম দারা,সাহেদ আহমদ, জেলা তাতীলীগের সভাপতি আলমগীর হোসেন,বদরুল আলম তুহিন,প্রমুখ।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগ,ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।