সিলেট অফিস: সিলেট নগরীর উপশহরে কাজের শিশুকে মারধর করে বাথরুমে আটকে রাখার ঘটনা ঘটেছে। বুধবার দুপরের দিকে আশপাশের বাসিন্দারা জানতে পেরে সংবাদকর্মী ও স্থানীয় কাউন্সিলকে জানালে পুলিশ এসে তাকে উদ্ধার করেছে। সিলেট নগরীর উপশহরের বি ব্লকের ২১ নম্বর বাসা ফিরুজা মঞ্জিলে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট নগরীর উপশহরের বি ব্লকে পরিবেশ কর্মকর্তা এমরানুল ইসলামের ২১ নম্বর বাসায় বুধবার সকাল থেকেই কাজের শিশু রুনা আক্তারের কান্না শুনতে পান স্থানীয় বাসিন্দারা। এক পর্যায়ে ওই বাসার বাথরুমের জানালা দিয়ে পার্শবর্তী বাসার লোকজনকে ডেকে ওই শিশু তাকে উদ্ধারের আর্তনাত জানায়। পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি স্থানীয় সাংবাদিক ও কাউন্সিলর সালেহ আহমদ সেলিমকে জানালে তারা গিয়ে শিশুকে উদ্ধারের জন্য পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে সিলেট মেট্টোপলিটন পুলিশের শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ও পরিবেশ কর্মকর্তা এমরানুল ইসলামের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায়।
শাহপরাণ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুল ইসলাম বলেন- খবর পেয়ে থানা পুলিশ ওই বাসার কাজের শিশু রুনা আক্তারকে উদ্ধার করে ও অভিযুক্ত গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।