সাবেক সাংসদ, অঙ্গীকার জনকল্যাণ সংস্থা’র সভাপতি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন,বৃক্ষ মানুষের প্রাণ,পরিবেশ ও প্রাণের অস্তিত্ব রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। বৈষয়িক জলবায়ু পরিবর্তন করতে হলে আমাদেরকে বেশি করে বৃক্ষ চারা রোপন করতে হবে।
সাবেক সৈয়দা জেবুন্নেছা হক বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার বঙ্গবীর রোড়স্ত নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ ও সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ে অঙ্গীকার জনকল্যাণ সংস্থা’ সিলেট এর উদ্যোগে পৃথক দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনকালে উপরোক্ত কথা বলেন ।
এসময় উপস্থিত ছিলেন নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, কলেজ প্রতিষ্ঠাতা,সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মিফতাহুল হোসেন সুইট, উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস,সহকারী অধ্যাপক ছায়া রাণী সাহা,এম এ আজিজ, প্রভাষক মোঃ রফিকুল মুরছালিন,লাকি বেগম,সুমনা আক্তার, ফাহমিদা ইয়াছমিন,খালেদা সুলতান,সাবিনা ইয়াছমিন,আবু আল আহাদ,সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক,সহকারী সিনিয়র শিক্ষক আবুল হোসেন,সহকারী শিক্ষক শিব্বির আহমদ,বিদ্যালয় কর্মচারী হানিফ উদ্দিন, সুজেল আহমদ সহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।