নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের সুবিদবাজারে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে ছাত্রদল নেতার উপর উপুর্যুপরি হামলার ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীরা দা, ডেগার, লাঠি ও হকিস্টিক দিয়ে হত্যার উদ্যেশ্য হামলা করে। জানা যায়, ২৩ ডিসেম্বর রাত এগারো ঘটিকার দিকে দলীয় প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা শেষে বাসায় ফেরার পথে হামলা করে সন্ত্রাসীরা। সংঘবদ্ধ আক্রমণ শেষে তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পৌছায়। তার দাঁতে, মাথায়, পেটে ও পায়ে গুরুতর জখম রয়েছে বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত ছাত্রনেতার নাম আশরাফুল ইসলাম(২৪)। তিনি ৭নং ওয়ার্ডের ফাজিলচিশত এলাকার বাসিন্ধা এবং স্থানীয় ৭নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক। তার পিতা মরহুম এইচএমএ আমজাদ৷ তিনিও বিএনপির উল্লেখযোগ্য নেতা ছিলেন।
উল্লেখ্য স্থানীয় নির্বাচন ও রাজনৈতিক কারণে দীর্ঘ দিন থেকে তার সাথে আওয়ামীলীগ নেতা ও লোকাল কাউন্সিলর আফতাব খানের সাথে বৈরিতা চলছিল আশরাফুলের। এসমস্ত কারণে গত ২১ ডিসেম্বর উভয়ের মধ্য বাদানুবাদ হয়েছে বলে জানান, আশরাফুলের ভাই শেইখুল ইসলাম খালেদ। তিনি আরো বলেন, শত্রুরা তার ভাইকে নিহত ভেবে ফেলে রেখে যায়।
সিলেটে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হামলার এটি তৃতীয় ঘটনা। এর আগেও জিন্দাবাজার ও চৌহাট্টায় পৃথক ভাবে দুইবার বিএনপি নেতাদের উপর হামলা করেছে সরকার সমর্থিত দলের নেতাকর্মীরা।
এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ঘটনার ব্যাপারে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক বলেন, ঘটনার বিষয় জানতে পেরে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহের চেস্টা করেছি৷ কিন্তুু এখন পর্যন্ত কোন মামলা না হওয়ায় আমরা ব্যবস্থা নিতে পারছি না। মামলা দায়ের করা হলে দোষীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে।