সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপনির্বাচনে জাতীয়পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১৩ জুন রবিবার সকালে তিনি বিমানযোগে সিলেট ওসমানী বিমান বন্দরে অবতরণ করার পর শতশত নেতাকর্মী মুহুমুহু ¯েøাগান দিয়ে তাকে বরণ করেন। পরবর্তীতে বিশাল মোটর শোভাযাত্রাসহ কারে তাকে নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। জেলা জাতীয় পার্টি, যুব সংহতি সহ সকল অঙ্গসংগঠন গুলো এই শোডাউনের আয়োজন করে। বিমানবন্দরে নেতাকর্মীদের উদ্দেশ্যে আতিকুর রহমান আতিক বলেন, আমার ব্যক্তিগত ভাবে চাওয়া পাওয়ার কিছু নেই। আমি সিলেট ৩ আসনের মানুষের সেবায় নিজেকে আজীন উঃসর্গ করতে চাই। এই সুযোগে আমাকে একটি করে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি সিলেট-৩ আসনকে একটি মডেল অঞ্চল হিসেবে রুপান্তর করবো। জাতীয় পার্টির প্রত্যেকটি কর্মী লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা-বোনদের নিকট ভোট প্রার্থনার অনুরোধ করছি। আমি আমার কর্মীদের নিয়ে এবার এই আসনটি সফল রাষ্ট্রনায়ক মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদ এর স্বপ্ন বাস্তবায়ন কাজ করতে চাই।
এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মঈন, জেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক বাশির আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জাতীয় পার্টির দক্ষিণ সুরমা উপজেলার আহবায়ক শাহ আলম, জাতীয় পার্টির জেলার সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন।
উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি জেলা যুব সংহতির সাবেক সিনিয়র সহ সভাপতি মর্তুজা আহমদ চৌধুরী, জেলা যুব সংহতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর খান, দক্ষিণ সুরমা উপজেলা যুব সংহতির আহবায়ক আখতার হোসেন, সদস্য সচিব বুলবুল আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক মতিউর রহমান, দক্ষিণ সুরমা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক হাসান আহমদ, যুবসংহতি নেতা শাহিদ আলী, বদরুল আহমদ, শহিদ মিয়া, সুমন শাহ, হোসেন আহমদ, আতাউর রহমান চৌধুরী আফরোজ, কামাল বাজার জাতীয়পার্টির আহবায়ক মাসুক মিয়া, লালাবাজার ইউনিয়ন জাতীয়পার্টির সভাপতি নাজির মিয়া, জাপা নেতা মিনার আলী, জাপা নেতা ইউনুছ মিয়া, বশর আলী প্রমুখ।