এসবিএন নিউজ, জুনেল আহমদ আরিফ- দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ বুধবার সকাল ১১ ঘটিকায় ৩নং তেতলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোশ্যাল এংগেইজমেন্ট ফর বাজেটারী একাউন্টেবিলিটি (সেবা) প্রকল্প আইডিয়া এর কমিউনিটি স্কোর কার্ড বাস্তবায়ন বিষয়ক মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়।
সেবা প্রকল্পের কো অর্ডিনেটর মো. তৌফিক বিন ইকবালের পরিচালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন ৩নং তেতলী ইউপি চেয়ারম্যান জনাব উসমান আলী।
সভায় বক্তারা বলেন, দেশের বেকারত্ব দুরিকরণ, শেলাই প্রশিক্ষণ,ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের শিক্ষা, সাস্থ্য, যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নে আইডিয়া ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, এবং এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সচিব নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী জনাব আব্দুস সালাম মর্তু, সাবেক মেম্বার জয়নাল আহমদ, বর্তমান ইউপি সদস্য আলী হোসেন, ফারুক আহমদ, আলাউদ্দিন, ছালিক মিয়া, ফারুক মিয়া।
আরো উপস্থিত ছিলেন- সেবা প্রকল্পের নাগরিক কমিটির সভাপতি সারোয়ার আলম মিথুন, কমিটির যুগ্ন আহ্বায়ক ও যুব সংগঠক মো. শাহজাহান মিয়া, জামিল আহমদ, বিলাল আহমদ, শ্যামলী বালা নাথ, মিনতি বালা নাথ, মো. মাহবুব আলম, রমজান আলী, আজহার উদ্দিন, বিষ্নু চন্দ্র নাথ প্রমুখ।