নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ‘কুমারশাইল চা বাগান’ থেকে সুমা আক্তার(১৭) নামের ১ তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১০ আগষ্ঠ লাশ উদ্ধারের ঘটনাটি ঘটে। জানা যায়, বাগানের চা শ্রমিকরা ভোরবেলা কাজে যাওয়ার সময় লাশ দেখতে পেয়ে বাগানের ব্যবস্থাপককে জানায়। পরে স্থানীয় মেম্বার রফিক উদ্দিন পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ নিয়ে যায়। উল্লেখ্য নিহত সুমা আক্তার পার্শ্ববর্তী কুমারশাইল গ্রামের ইন্তাজুল রহমানের কন্যা। পুলিশ ও স্থানীয় গ্রামবাসীর ধারনা সুমাকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে নিহত সুমার পিতা ইন্তাজুল রহমান বাদী হয়ে সন্দেহভাজন ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, আয়নুল হক(২২), আজাদ আহমদ(২৫)ও এনাম উদ্দিন(২৩)। বড়লেখা থানা অফিসার ইনচার্জ সুহেল আহমদ এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে ধর্ষনের পর হত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট হাতে পেলেই আসল কারণ জানা যাবে। মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ভিকটিমের পিতা প্রথমে কারো নাম উল্লেখ না করলেও সন্দেহভাজন হিসেবে ৩জনের নাম দিয়েছেন। মানসিকভাবে তিনি বিপর্যস্ত, তাই আমরা তার বক্তব্যের সাথে সাথে অনুসন্ধানেও গুরুত্ব দিচ্ছি। তিনি আরোও বলেন, পুরো বিষয়টি আমাদের তদন্তের মধ্যে রয়েছে। যত দ্রুত সম্ভব প্রকৃত আসামীদের ধরাই হবে আমাদের চ্যালেঞ্জ।