দেশে মানসম্মত বীজের চাহিদা পূরণের লক্ষ্যে ইরি, বাংলাদেশ এর সহযোগিতায় বেসরকারি সংস্থা এফআইভিডিবি সিলেট বিভাগে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ক্লাস্টার ভিত্তিক মহিলা দল গঠন করে তাদের মাধ্যমে মান সম্মত বীজ উৎপাদন করা হয়েছে। আর এই কৃষাণী দলের উৎপাদিত ধান বীজ সিলেট বিএডিসিতে স্টোরেজ, গ্রেডিং, প্রসেসিং এবং এফআইভিডিবি “চারিমা বীজ” নামে প্যাকেটিং করে বাজারজাত করনের লক্ষ্যে বীজ ধান ক্রয় করা হয়েছে। ২ জুন বুধবার বিকাল ৩টায় বিশ্বম্ভরপুর উপজেলায় অনুষ্ঠিত বীজ ধান সংগ্রহকালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল মোন্নাফ, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নয়ন মিয়া সার্বিক তত্ত্ববধানে ছিলেন এফআইভিডিবি’র কর্মকর্তা মোঃ তৈয়ব আলী, শাহ হিসাম আহমেদ, মোঃ সাইফুল ইসলাম ও সৈয়দ রাকিব প্রমুখ।