ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি::সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার দনারাম নারায়নপুর গ্রামে ২০ ফেব্রয়ারী সোমবার রাত সন্ধ্যা ৬ টায় ইউনিপে টু ইউ’র
কর্মকর্তা সুহেল আহমদ (২২)এর বাড়িতে হামলার ঘটনায় ঘটেছে।
ইউনিপে টু ইউ’র আঞ্চলিক সমন্বয়ক ও নারায়নপুর গ্রামের মকবুল মিয়া (৬৫)এর ছেলে সুহেল আহমদের বাড়িতে স্থানীয় গ্রাহকগন মিলে হামলা করে ।
খবর নিয়ে জানাযায় আকাশচুম্বি সপ্ন দেখিয়ে সোহেল আহমদ তার কোম্পানিতে গ্রাহক যোগানের জন্য তার এলাকায় মানুষকে উক্ত কোম্পানিতে যোগদান করায়।
স্থানীয় ভুক্তভোগি আমিন মিয়া জানান, ইউনিপে টু ইউ কোম্পানী হঠাৎ করে উদাও যায়।
তার নামীয় ইউনিপে টু ইউতে করা একাউন্টে কোন টাকা নেই।সরল বিশ্বাসে লাভের আসায় ইউনিপে টু ইউ এর সমন্বয়ক সুহেল আহমদের কাছে নগদ ১ লক্ষ্য ৮০০ টাকা প্রদান করি । আমার শেষ সম্বল এই টাকা নিয়ে কোম্পানী উদাও ।টাকা উদ্ধারের জন্য আমরা ব্যবস্থার নিচ্ছি।
অন্য আরেকজন ভোক্তভোগি নাজমা বেগম (৪৫) তিনি জানান ,আমাদের এলাকার সন্তান সুহেল আহমদের কাছে ইউনিপে টু ইউ কোম্পানীথে নগদ ৫০ হাজার ৪০০ টাকা দেই মুনাফার আসায় । আজকে আমি বির্পয়ে পড়ে দিন যাপন কেরতেছি । আমি স্থানীয় ভাবে বিচার সালিসের জন্য চেষ্টা করছি। তারা আরো জানায় ওই কর্মকর্তা ও তার কোম্পানীর কারণে অনেক ঘরে সংঘাতের ঘটনাও ঘটছে।এ দিকে আরো স্থানীয় গ্রাহকরা একই বক্তব্য প্রদান করেছেন।
ভুক্তভোগি গ্রাহক আমিন মিয়া ও নামজা বেগম সহ অসংখ্য প্রতারিত গ্রাহক বাদী হয়ে ফেঞ্চুগঞ্জ থানায় অভিযোগ দায়েরে চেষ্টা কতরতেছেন। এ দিকে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বনিক জানান, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।