কামালবাজার আওয়ামীলীগের আলোচনা সভা
দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট ৩ আসনের উপনির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য এপিপি এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর বলেছেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরর্দশী নেতৃত্বে উল্লেখ যোগ্য হারে দারিদ্য বিমোচন ও গণমূখী কর্মকান্ডে দ্রুত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সিলেট ৩ আসনের অসমাপ্ত উন্নয়ন তরান্বিত করতে তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আগামী উপ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে আমি আশাবাদি। দলীয় প্রধান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে দলীয় মনোনয়ন দেন, আমি তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে এই আসনকে একটি উন্নয়নশীল আসনে রূপান্তরিত করবো। সে জন্য নৌকা প্রতীকের হয়ে সবাইকে কাজ করতে হবে।
তিনি ২৯ মে শনিবার রাতে কামালবাজারে আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আব্দুল সালাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শামীম আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ হুরুজ্জামান। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এপিপি এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর কামালবাজার ইউনিয়ন যুবলীগের সদস্য সড়ক দূর্ঘটনায় নিহত বায়োজিদ আহমদের বাড়ীতে গিয়ে তার পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং তাদের খোজখবর নেন। এসময় উপস্থিত ছিলেন বায়োজিদের পিতা সুনু মিয়া, বিশিষ্ট মুরববী জাহাঙ্গীর আলম, আ’লীগ নেতা শানুর আলী, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম দ্বারা, কামালবাজার ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল মিয়া, সিদ্দিকুর রহমান খালেদ, কাওছার আহমদ প্রমুখ।