সিলেট৭১নিউজ ডেস্ক::করোনাভাইরাসের মহামারিতে আরও একটি ভয়াবহ দিন প্রত্যক্ষ করলো ভারত। ফের মৃত্যুর রেকর্ড হয়েছে। প্রথমবারের মতো একদিনে মৃতের সংখ্যা চার হাজার ছাড়াল।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে চার হাজার একশ ৯৪ জন। এ নিয়ে দেশটিতে দুই লাখ ৩৮ হাজার দুইশ ৬৫ জন মারা গেছে। ভারতে মোট শনাক্ত ছাড়িয়েছে দুই কোটি ১৮ লাখ। একদিনে শনাক্ত চার লাখের বেশি।
ভারতের কর্নাটকে সংক্রমণ বাড়ায় সোমবার থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার একদিনেই প্রায় ৫০ হাজার করোনা শনাক্ত হওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক রাজ্য কর্তৃপক্ষ। অক্সিজেন সংকটের জেরে সুপ্রিম কোর্টের করা মামলায় হেরে গেছে কর্নাটকের রাজ্যের সরকার। উচ্চ আদালত, রাজ্যে মেডিক্যাল অক্সিজেন বাড়াতে কেন্দ্রকে আদেশ দিয়েছিলেন।
এদিকে রাজধানী দিল্লিতে প্রতিদিন সাতশ’ মেট্রিকটন অক্সিজেন সরবরাহ করতে কেন্দ্রকে আদেশ দিয়েছে উচ্চ আদালত। ভারতের পার্শ্ববর্তী দেশ নেপালে মোট মৃত্যু তিন হাজার পাঁচশ ছাড়িয়েছে। একদিনে মারা গেছে অর্ধশত মানুষ। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত তিন লাখ ৭৭ হাজারের বেশি।