সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ৮ জুনের মধ্যে হওয়ার কথা ছিল। কোনো সংসদীয় আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ঐ আসনে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির দ্বিতীয় ঢেউয়ের বিষয়টি আমলে নিয়ে দৈব-দুর্বিপাকের কারণে ৮ জুনের পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসনের উপনির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করেছে। তবে এ আসনের উপনির্বাচনের সময়সূচি পরবর্তীতে যথাসময়ে ঘোষণা করা হবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ ঢাকার একটি হাসপাতালে মারা যান দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী। এরপর আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়। তবে মহামারি করোনার কারণে যথাসময়ে এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
এদিকে, গত ২৯ এপ্রিল ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকারের সই করা প্রজ্ঞাপনটি ইসির ওয়েবসাইটে জারি করা হয়। এতে বলা হয়েছে, জাতীয় সংসদের-২৩১ আসনটি ১১ মার্চ থেকে শূন্য রয়েছে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী উক্ত শূন্য পদ পূরণ করার জন্য ৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) এর শর্তানুসারেও প্রধান নির্বাচন কমিশনারের মতে দেশে করোনাভাইরাস সংক্রমণজনিত দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদ অর্থাৎ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উল্লিখিত শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এ অবস্থায় জাতীয় সংসদের সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে অনুষ্ঠান সম্ভব না হওয়ায় পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এ আসনের উপনির্বাচনের সময়সূচি পরবর্তীতে যথাসময়ে ঘোষণা করা হবে।