আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট(ইরি), বাংলাদেশ এর সহযোগিতায় এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ(এফআইভিডিবি) এর মাধ্যমে বাস্তবায়িত ইরি-এগ্রি প্রকল্পের অধীনে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের গাছগড়া ও লক্ষিরপাড় গ্রামে ইঅট ফযধহ-৩ ও ব্রি ধান৮৮ জাতের ধান কর্তন করা হয়।
৩মে সোমবার দুপুর ২টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ব¬কে ধান কর্তন করা হয়। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম বিধু, এফআইভিডিবি’র কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।