দক্ষিণ সুরমা প্রতিনিধি:: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, বৈশ্বিক করোনাভাইরাস মহামারি পুরো বিশ্বকে ওলট-পালট করে দিয়েছে। আমরা হারিয়েছি ওই এলাকার সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ অনেককেই। করোনায় মৃত স্বজনদের আহাজারিতে এখন প্রকৃতি নীরব, নিস্তব্ধ। এ অবস্থায় আমাদেরকে আর অবহেলা করলে হবে না। সরকারি স্বাস্থ্য বিধি মেনে সচেতনভাবে চলতে হবে, নিয়মিত মাস্ক ব্যবহার ও বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। এ দুর্যোগ মুহূর্তে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সমাজের বিত্তবানদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণসহ খাদ্যসামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
২৫ এপ্রিল শনিবার দুপুরে বদিকোনাস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির পক্ষ থেকে প্রাপ্ত করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহার্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট ছালেহ আহমদ হীরা, উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, কোষাধ্যক্ষ শমসের জামাল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিব, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ স ম মিসবাহ। এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুল বাছিত রানা, তোফায়েল আহমদ চৌধুরী, যুবলীগ নেতা নুরুল ইসলাম, আশিক আলী, হোসেন মিনহাজ, নিজামুর রহমান নিজাম, কয়েছ আহমদ, আব্দুল্লাহ আল মামুন, লিটন আহমদ, কয়েছ আহমদ, আব্দুল জলিল তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জাকির ইসলাম লায়েক, শাহীন আলী, তাতীলীগ নেতা বদরুল আলম তুহিন, ছাত্রলীগ নেতা মুকিত আহমদ, মুহিন আহমদ প্রমুখ।