সিলেট৭১নিউজ ডেস্ক:: হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, শনিবার (৩ এপ্রিল) নারায়গঞ্জের সোনারগাঁওয়ের ঘটনা নিয়ে তিনি যদি মিথ্যা কথা বলে থাকেন তাহলে তার ওপর যেন আল্লাহর গজব নাজিল হয়।
রবিবার (৪ এপ্রিল) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভে এসে এমন মন্তব্য করেন মামুনুল।
গাড়িতে বসে ফেসবুক লাইভে মামুনুল হক বলেন,”আমি স্পষ্ট ভাষায় বলছি, গতকালকে আমার সঙ্গে থাকা আমার স্ত্রী সম্পর্কে যে তথ্য আমি দিয়েছি সে শরিয়ত সম্মত উপায়ে হালাল উপায়ে আমার বৈধ স্ত্রী। আমি যদি এই কথায় মিথ্যাবাদী হয়ে থাকি, আমার এই কথা যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আল্লাহর কোরআনের আয়াতকে অনুসরণ করে বলছি, আমার ওপর যেন আল্লাহ-পাকের গজব নাজিল হয়, আমি যেন ধ্বংস হয়ে যাই, আমার পরিবার…।”
একাধিকার চ্যালেঞ্জ জানিয়ে এই হেফাজত নেতা বলেছেন, “পক্ষান্তরে যারা আমার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন, মিথ্যা প্রচার করছেন, আমার স্ত্রী সম্পর্কে অসত্য ভুল মিথ্যা তথ্য দিচ্ছেন, আমার চরিত্রের ওপর কালিমা লেপন করার চেষ্টা করছেন, তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকেন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করছি, হে আল্লাহ তুমি তাদের ওপর তোমার গজব নাজিল কর… আমি তাদের সকলকে অনুরোধ করব, আহ্বান জানাব, এরূপ দিক যদি তাদের সত্য সাহস থাকে ।
সিলেট৭১নিউজ/টিআর/ঢাকা ট্রেব্রিউন