সিলেট৭১নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় লকডাউন ঘোষণা পর বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কের তুলসীখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অটোরিকশাচালকের পরিচয় জানা গেছে; তার নাম উজ্জ্বল (২৭)। তিনি কেরানীগঞ্জ মডেল থানার মুগারচর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কের তুলসীখালী সেতুর কাছে একটি ট্রাক বেপরোয়াভাবে ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।
সিরাজদিখান থানার ইন্সপেক্টর তদন্ত মো. কামরুজ্জামান জানান, লকডাউন ঘোষণা হওয়ায় অটোরিকশায় তারা গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনার শিকার হন। ঘটনার পরপরই চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে গেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিলেট৭১নিউজ/টিজা