সিলেট৭১নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রব বেপারী। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন রবিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
জানা গেছে, গত সপ্তাহে জ্বর নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হন আব্দুর রব বেপারী। পরে পরীক্ষায় করোনা শনাক্ত হয় তার। সেখানে অবস্থার অবনতি হলে শুক্রবার সন্ধ্যায় তাকে রবিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আব্দুর রব বেপারীর মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, নির্বাহী কমিটির সহ-সস্পাদক আনিসুর রহমান তালুকদার, জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।
সিলেট৭১নিউজ/টিজা