সিলেট : পরিকল্পনা সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেছেন, দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা থাকলে উন্নয়ন বাধাগ্রস্থ হয়। তাই দেশের উন্নয়নের স্বার্থে সকলকে সহনশীলতার সাথে কাজ করতে হবে। বর্তমানে দেশের উন্নয়ন অগ্রগতি যেমন বৃদ্ধি পেয়েছে, ঠিক তেমনি এদেশের সুনামও বহিবিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এ সরকারের আমলে দেশ শুধু উন্নয়নশীল দেশে পরিনত হয়নি, শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করেছে। এ সরকার অত্যান্ত সু-পরিকল্পিত ভাবে দেশ ও দেশের মানুষকে এগিয়ে নিতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। ইতিমধ্যে ১০টি মেগা প্রকল্প বাস্তবায়নের পথে। যা একমাত্র বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনে সম্পন্ন হয়েছে। তাই বাংলাদেশকে উন্নত আধুনিক রাষ্ট্রে পরিণত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি ২৭ মার্চ শনিবার বেলা ১১টায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত স্বাধীনতার সুর্বণ জয়ন্তী ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বর্ষিয়ান রাজনীতিবিদ ও শালিশব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল ওয়াহাব (খোকা খান) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও গর্ভণিং বডির সদস্য আব্দুল কাদির মানিক মিয়া, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফতাব উদ্দিন, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, লালাবাজার ইউনিয়ন ট্রাষ্ট ইউকের সাধারণ সম্পাদক মকসুদ রহমান, কলেজ গভর্নিং বডির সদস্য ও লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিত হোসেন, কলেজের আজীবন দাতা সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল হামিদ।
জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও গভনির্ং বডির সদস্য আব্দুল আউয়াল টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ আব্দুল মোক্তাদির। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আরিফুল হাসান, মানপত্র পাঠ করেন মেহরিন আলম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দান মিয়া, জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রাক্তন শিক্ষক আব্দুল কুদ্দুছ, আলাউর রহমান, কলেজ শাখার শিক্ষক খায়রুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল মতিন, লালাবাজার ইউনিয়ন ট্রাষ্ট ইউকের ট্রেজারার রফিক উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাষ্ট ইউকে’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজ খান, জাউবি-৯৬ এর শিক্ষার্থী যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বারী আজাদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট রাজনীতিবিদ তোয়াজিদুল হক তুহিন, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ, প্রাক্তন শিক্ষার্থী ফয়জুর রহমান শামীম, জাউবি-৯৬ ব্যাচ শিক্ষার্থী দি নিউ নেশন ও দৈনিক আজকালের খবর’র সিলেট ব্যুরো প্রধান এসএ শফি, জাউবি-৯৬ ব্যাচ শিক্ষার্থী স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম, জাউবি-৯৬ ব্যাচ শিক্ষার্থী সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সাধারণ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্যাইট মেছবাহ উদ্দিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মাহবুবুর রহমান, লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী গৌছ মিয়া, বিবিদইল জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ ইউসুফ আলী, করসনা জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মুহিত, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, নবারুল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ, ইউপি সদস্য ফেরদৌস মিয়া, বিশিষ্ট মুরব্বী রৌশন মিয়া, দেলোয়ার আলী খান রানা, জৈয়বুন্নেছা গালর্স হাই স্কুল এর প্রধান শিক্ষক এমরান আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ লায়েক আহমদ জিকু, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হেলাল আহমদ, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের কার্যনিবাহী সদস্য রোটারিয়ান শাহ জামাল আহমদ, চিন্তামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দে, জাউবি-৯৬ ব্যাচ শিক্ষার্থী ফয়ছল আহমদ, নিকুঞ্জ কুমার নাথ, সোয়েব আহমদ, নুরুজ্জামান খান খালেদ, তাহেদুর রহমান, শামীম আহমদ, মিন্টু কুমার নাথ, প্রাক্তন শিক্ষার্থী মবশির আহমদ, ছাত্রনেতা নজরুল ইসলাম, প্রাক্তন শিক্ষার্থী ফয়ছল খান, এবাদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে বিদ্যালয় এবং জাউবি-৯৬ ব্যাচ শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র এবং ক্রেষ্ট প্রদান করা হয়।
আলোচনা শেষে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও নগদ টাকা বিতরণ করেন।