সিলেট জেলা ছাত্রলগের সাবেক সদস্য,দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব সেলিম আহমদ সিলেট-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। সদ্য প্রয়াত সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য ঘোষিত সিলেট-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই উপ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম সি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব সেলিম আহমদ । এছাড়াও লন্ডন ও স্থানীয় আওয়ামী লীগের প্রায় এক ডজন নেতা ইতিমধ্যে এ আসনে প্রার্থী হতে প্রস্তুতি শুরু করেছেন।
আলাপকালে সেলিম আহমদ বলেন, আওয়ামীলীগের রাজনীতি করার পাশাপাশি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শ লালন করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আগামীতেও জনগণের কাছে থেকে সেবা করার জন্য উপ-নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করতে চাই। মরহুম এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট-৩ আসনে উন্নয়নের যে জোয়ার সৃষ্টি করেছেন, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখাতেই আমি নির্বাচনে প্রার্থী হচ্ছি।
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দল আমাকে মনোনয়ন দিলে আমি সিলেট-৩ আসনে নির্বাচন করব। আমার বিশ্বাস দল আমাকে মনোনয়ন দেবে। তিনি বলেন, আমি গণমানুষের কল্যাণে কাজ করছি, আগামীতেও কাজ করে যাব ইনশাআল্লাহ।
আলহাজ্ব সেলিম আহমদ ছাত্র রাজনীতি থেকেই একজন সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে পরিচিত। তিনি লুঠন আওয়ামীলীগের তথ্য ও সমাজকল্যাণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, এম সি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি , দক্ষিণ সুরমা ছাত্রলীগের সাবেক সভাপতি দায়িত্ব পালন করছেন।
আলহাজ্ব সেলিম আহমদ ছিলেন একজন তুখোড় ছাত্র নেতা। তিনি এসব দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। সিলেটের দাবী দাওয়া আদায়ের আন্দোলন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি ছিলেন অগ্রসৈনিক। সিলেট আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী আলহাজ্ব সেলিম আহমদ এরশাদ সরকারের আমলে আন্দোলনে রাজপথে নিজের প্রাণের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েন।
অালহাজ্ব সেলিম অাহমদ
জন্ম ৩ জুলাই ১৯৬৮ সালে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা মোলারগাওঁ ইউনিয়নের খিদিরপুর (বড়) বাড়ির অালহাজ্ব মছদ্দর অালী ও অালহাজ্ব মোহাম্মদ সমছুনেছা চৌধুরী সুযোগ্য সন্তান।
শিক্ষা জীবনে সেলিম অাহমদ স্হানীয় প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উর্ক্তীন হয়ে। সিলেট শহরমুখী কলেজ জীবনে পাড়ি দেন ১৯৮৭ইং সালে তৎকালীন সিলেট মুরারি চাদঁ (বর্তমান) এমসি কলেজ থেকে ইন্টার পাশ করেন। লেখাপড়ার পাশাপাশি ছাএ রাজনৈতির সম্পৃক্ত হয়ন ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সাল পযর্ন্ত মুজিব অাদর্শের সৈনিক হিসাবে বাংলাদেশ ঐতিহ্যবাহী সংগটন ছাএলীগ এমসি কলেজ শাখার ৩ বছর সভাপতির দায়িত্ব পালন করেন ও১৯৮৫,৮৭ইংসালে সিলেট জেলা ছাএলীগের সদস্য ছিলেন,
১৯৯০সাল সিলেট সরকারী কলেজ থেকে বিএ পাস করেন।তৎকালীন ১৯৯৩ইং সালে সিলেট অাইন কলেজ এল এল বি উর্ক্তীন হয়ন। বাংলাদেশ অধ্যয়নরত শেষে যুক্তরাজ্য পাড়ি জমান।যুক্তরাজ্যে লুঠন শাখার তথ্য ও সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন সেখানে অাওয়ামীলীগ রাজনৈতির সাথে সম্পৃক্ত হয়ন
ব্যক্তি জীবনে সেলিম অাহমদ সত,নির্লোভ,পরউপকারী ছিলেন। সামাজিক অবস্থানে সেলিম অাহমদের জনপ্রিয়তা রয়েছে এগিয়ে।যুক্তরাজ্যে ও বাংলাদেশ কমিউনিটি নেতৃতে দিচ্ছেন সিলেটের দক্ষিণ সুরমা নাগরিকদের নিয়ে উপজেলা ভিক্তিক সংগটন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের দায়িত্ব পালন করছেন।