আহমদ এইচ খান:: আজ ২৫ শে মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি বর্বর সেনাবাহিনী আমাদের দেশের নিরীহ জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে অনেকেই হত্যা করেছিল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে আলোচনা চলাকালীন সময়ে কোন কিছু না জানিয়ে বাঙালির উপর হত্যা করা কতটুকু যৌক্তিক তা সবার মনে আজ প্রশ্ন জাগে?
সেসময় টিক্কা খান বলেছিলেন ” পূর্ব পাকিস্তানে শুধু মাটি চান, কোন মানুষ তিনি দেখতে চান না”
সেইদিনকার পাকিদের দোসররা আমার বাংলাদেশে এখনও হুংকার দেয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এই মাহেন্দ্রক্ষণে তাদের আনাগোনা আমাদের ব্যথিত করে।
আমাদের সূর্য সন্তানরা জাতির পিতার আহ্বানে অস্ত্র হাতে নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করতে গিয়েছিলেন কী এই বাংলাদেশে দেখার জন্য?
আমি জানি এসব শুনে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের বুকে রক্তক্ষরণ হচ্ছে প্রতিটি মূহুর্তে।
আমরা নতুন প্রজন্ম পাকিদের এসব গর্জন আর শুনতে চাই না…..।
আহমদ এইচ খান: তরুণ রাজনীতিবিদ ও লেখক