সিলেট৭১নিউজ ডেস্ক: করোনা সচেতনতায় মাঠে নেমেছে ফরিদপুর জেলা পুলিশ। গত কয়েকদিন ধরে শহরের গুরুত্বপূর্ন স্থানে মাক্স বিতরনের পাশাপাশি জনগনকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসাবে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের গুরুত্বপূর্ন এলাকা নিউমার্কেট ও চকবাজারে মাক্স বিতরণ করা হয়।
মাক্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান। এসময় নিউমার্কেট ও চকবাজার এলাকার মানুষের মাঝে করোনা সচেতনতামূলক লিফলেট ও মাক্স বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, ওসি (অপারেশন) এনায়েত হোসেন, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন লস্কর।
পুলিশ সুপার আলিমুজ্জামান বলেন, করোনার প্রকোপ বাড়তে থাকায় পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহন করা হয়েছে। এ উদ্যোগের অংশ হিসাবে জনগনকে সচেতনতায় মাইকিং, লিফলেট ও মাক্স বিতরন করা হচ্ছে। জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত
থাকবে বলে জানান তিনি।
সিলেট৭১নিউজ/টিজা